শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | MODI: ভারত বিশ্বকে দেখিয়েছে কিছুই অসম্ভব নয়: মোদি

Sumit | ০৯ এপ্রিল ২০২৪ ১৫ : ৪৫Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটের প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার পিলভিটের জনসভা থেকে তিনি বলেন, বিশ্বের নানা সমস্যার মধ্যেই ভারত দেখিয়েছে কোনও কিছুই অসম্ভব নয়। আগামীদিনে ভারত আরও উন্নতির পথে এগিয়ে যাবে। কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, কোভিডের সময় ভারত গোটা বিশ্বকে ওষুধ দিয়ে সহায়তা করেছে। এই ঘটনাই প্রমাণ করে ভারতের মানসিকতা কতটা উন্নত। মোদি বলেন, অর্থনীতির দিক থেকে ভারত বর্তমানে বিশ্বের অন্য দেশের তুলনায় অনেকটাই এগিয়ে। চাঁদের মাটিতে তিরঙ্গা পতাকা তুলে দিয়ে ভারত নিজের ক্ষমতা দেখিয়েছে। জি ২০ সম্মেলন থেকে ভারত বিশ্বকে এক ছাতার তলায় নিয়ে আসার কাজটিও করেছে। যদি দেশ শক্তিশালী হয় তবে গোটা বিশ্ব তাঁদের কথা শোনে। উত্তর প্রদেশে প্রথম দফায় আটটি লোকসভা আসনে ভোট হবে। তার আগে প্রধানমন্ত্রীর এই জনসভা সেখানকার বিজেপি কর্মীদের মনোবল কতটা শক্তিশালী করবে তার উত্তর মিলবে ৪ জুন।  




বিশেষ খবর

নানান খবর

former-indian-prime-minister-manmohan-singh-passes-away-at-92-gnr

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24